পীরগঞ্জে শ্রমিক লীগের মে দিবস পালিত

প্রকাশ | ০২ মে ২০২৩, ১১:৫৩

পীরগঞ্জ( রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে উপজেলা ও পৌর শ্রমিকলীগ আয়োজিত  নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ড. শিরিন শারমিন চৌধুরী  স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। শ্রমিকরাই হচ্ছে শিল্প কারখানার প্রাণ, তারাই হচ্ছে সকল শিল্প কারখানা এবং জাতীয় অর্থনীতির চালিকা শক্তি । কাজেই শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন তাদের কল্যাণ , তাদের উন্নয়ন ও তাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব ।  

সোমবার দুপুরে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদের স্পীকার । 

এ সময় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রতন, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

যাযাদি/ এসএম