কক্সবাজার সৈকতে ডেইল সুরক্ষা বেষ্টনী ও বৃক্ষরোপণ উদ্বোধন

প্রকাশ | ২৪ মে ২০২৩, ১৪:৪৬

উখিয়া (কক্সবাজার ) প্রতিনিধি

 কক্সবাজারে ভাঙ্গন ও লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্যের সুরক্ষার জন্য ডেইল বা বালিয়াড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু নানা ক্ষতিকর কাজকর্ম ও অযত্ন-অবহেলায় জেলার উপকূলীয় অঞ্চলের উঁচু উঁচু সব ডেইল (বালিয়াড়ি) ধ্বংস হয়ে গেছে বা যাওয়ার পথে। যার পরিণতিতে সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারে জোয়ারে প্লাবিত এলাকা ও সামুদ্রিক ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং উপকূলীয় জনসম্পত্তি, প্রতিবেশ-প্রাণবৈচিত্র্য ও পর্যটন দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়েছে।

উপরিউক্ত পটভূমিতে দীর্ঘমেয়াদে ডেইল ও সৈকতের প্রতিবেশগত পুনরুদ্ধার ও সুরক্ষার মাধ্যমে ভাঙ্গন, লবণাক্ততা, ও প্রতিবেশগত-সংকট ব্যবস্থাপনার জন্য কক্সবাজারে, ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের অর্থায়নে, স্থানীয় বেসরকারি উন্নয়ন  সংস্থা এ্যালায়েন্স ফর কো- অপারেশন এন্ড লিগাল এইড বাংলাদেশ (একলাব) এবং সাগর সেবা’র উদ্যোগে একটি ‘উপকূল সুরক্ষা কর্মসূচি’ পরিচালিত হচ্ছে।  

 আজ বুধবার  ( ২৪ মে) সকালে   কক্সবাজার সৈকতে   প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া ডেইল, সুরক্ষা বেষ্টনী দিয়ে ঘেরাও করে এই কাজের সূচনা করা হয়।

 কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, মো: নাসিম আহমেদ প্রধান অতিথি হিসেবে   কলাতলী সৈকতে ডেইল সংরক্ষিত এলাকায় একটি নিশিন্দা গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির  উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ  উদ্বোধনকালে  অতিরিক্ত জেলা প্রশাসক  বলেন, “বিভিন্ন কারণে কক্সবাজার জেলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। তাই উপকূল রক্ষার্থে এবং পরিবেশের উপর ইতিবাচক প্রভাব তৈরির জন্য  এনজিও সংস্থা একলাব তাঁদের নার্সারিতে প্রায় ৫৬,০০০ বালিয়াড়ি বান্ধব গাছের চারা তৈরি করেছে। তাঁরা এইসব দেশীয়, বালিয়াড়ি বান্ধব গাছের চারা রোপণ করে বালিয়াড়ি সংরক্ষণের চেষ্টা করছে।”

উদ্বোধনী  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে   উপস্থিত ছিলেন আবু সাঈদ মুহাম্মদ শরীফ, সিনিয়র সাইন্টিফিক অফিসার  বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগ, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। একলাবের  সহকারি পরিচালক   মো: তানভীর শরিফ, সহ পরিচালক, কক্সবাজার প্রোগ্রাম এবং ‘উপকূল সুরক্ষা কর্মসূচি  প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান  ও প্রজেক্ট অফিসার  উম্মে মারজান জুঁই প্রমূখ । 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , বেসরকারি উন্নয়ন সংস্থা একলাব  পাইলট প্রকল্পের আওতায় উখিয়া উপজেলার বাইলাখালীতে একটি নার্সারি তৈরি করেছে। পাশাপাশি, রামু উপজেলার দরিয়ানগর ও পেচার দ্বীপ, উখিয়া উপজেলার বাইলাখালী ও টেকনাফ উপজেলার জাহাজ পুরা সমুদ্র উপকূলীয় এলাকার ছয় (০৬) টি স্থানে প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া ডেইলকে রক্ষার উদ্দেশ্যে ডেইল সুরক্ষা বেষ্টনী দিয়ে ঘেরাও করে, বনায়নের প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী বর্ষার মৌসুমের শুরুতেই এইসব স্থানে সাগরলতা, হারগোজা, নিশিন্দা ও আকন্দ প্রজাতির প্রায় ৯০ হাজার চারা রোপণ করা হবে। 

যাযাদি/ এস