মাধবদীতে মাদরাসা বার্ষিক পুরস্কার বিতরণ
প্রকাশ | ২৬ মে ২০২৩, ১৪:৩৯

নরসিংদীর মাধবদীতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মাধবদী শাখার আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৯টা মাধবদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী।
সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল। শিক্ষার্থীদের সবক প্রদান করেন মাদরাসাতুল মদিনা আল ইসলামিয়া এর মুহতামীম মুফতি রাতিব হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার এমদাদুল উলুম আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহা. রফিকুল ইসলাম, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোঃ আসলাম মিয়া, এশিয়ান মডেল স্কুলের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মাধবদী শাখা প্রধান মুহাম্মদ আবু তৈয়ব প্রমূখ।
যাযাদি/ এস