ঘাটাইলে হাত পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
প্রকাশ | ২৬ মে ২০২৩, ১৫:৫৭
শুক্রবার টাঙ্গাইলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে মোঃ সুলতান (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঐ গ্রামের মৃত মুসা শেখের ছেলে। তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন আছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার গালা গ্রামের মৃত মুসা শেখের ছেলে সুলতান মাহমুদ (৪০)একাই এক বাড়িতে বসবাস করতেন। কারো সাথে তার তেমন যোগাযোগ ছিলো না। বুধবার তার বোন তার মোবাইল নম্বরে ফোন করেন। তাতে কোন সারা না পেলে খোজা খোজি করেন ।বৃহস্পতিবার রাত ১টার সময় তার নিজ শয়ন কক্ষে পাশে একটি পরিত্যক্ত ঘরে হাত পা বাধা অবস্থায় লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়।শুক্রবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান লশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন আছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে পরিকল্পিত ভাবে খুরা হয়েছে।আত্মীয় স্বজন আসছে মামলার প্রক্রিয়া চলছে।
যাযাদি/ এসএম