তাড়াইলে রাউতি ইউনিয়নে অর্ধ লক্ষ গ্রাহক পল্লী বিদ্যুতের বিল বিড়ম্বনায় ভোগছেন

প্রকাশ | ৩০ মে ২০২৩, ১৭:২৮

মোঃ আশরাফ আলী, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের মোস্তফাসহ প্রায় অর্ধ লক্ষ গ্রাহক পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল বিড়ম্বনায় ভুগছেন। বিদ্যুৎ ব্যবহার না করেও প্রত্যেকটি মিটারে প্রায় ১০০ থেকে ১২০ ইউনিট অতিরিক্ত বিল নেয়া হয়ে গেছে। গত ২৯ মে মোস্তফার মিটারে গিয়ে দেখা যায় তার বর্তমান রিডিং এর চেয়ে ১২০ ইউনিট অতিরিক্ত বিল পরিশোধ করেছেন। গ্রামে প্রত্যন্ত ও হতদরিদ্র পরিবারগুলো যাদের নুন আনতে পানতা ফুড়ায় তাদের উপরে প্রায় ৩ কোটি টাকার অতিরিক্ত বিল আদায় করা হয়েছে। গত ২২ মে বিল দিতে আসলে ক্ষুব্ধ জনতা বিল বিতরণকারীকে এর কারণ দর্শানোর জন্য চাপ দিলে সে বিল না দিয়েই চলে যায়। স্থানীয় পুরুরা বাজার অভিযোগ কেন্দ্রে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান এটি গড় বিল করা হয়েছে। জুন মাস পর্যন্ত এই গড় বিল চলে। পরে ইউনিট অনুযায়ী বিল হবে। এ বিষয়ে তাড়াইল উপজেলা পল্লী বিদ্যুতের এজিএমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে অফিসেও পাওয়া যায়নি এমনকি ফোনের পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, তাড়াইল উপজেলার এজিএম অফিসিয়াল কাজে এখন হেড অফিসে আছেন। এ ধরণের অনিয়ম হলে থাকলে আমরা পুণরায় বিল করে তার একটা সমাধান করব। মাঝে মধ্যে মিটার রিডারদের অসতর্কতার জন্য হয়ে যায়।


যাযাদি/এসএস