টঙ্গিবাড়ীতে উম্মুক্ত বাজেট ঘোষণা
প্রকাশ | ৩০ মে ২০২৩, ১৭:৪০
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের ৩০ শে মে মঙ্গলবার সকাল ১০টায় উক্ত ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ২০২৩- ২০২৪ সালের উম্মুক্ত বাজেট ৯০লহ্ম ৩১হাজার ৪শত ৪ টাকা ঘোষনা করা হয় । বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মো: ফোরহাদ হোসেন ।
উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম সুমনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: কাজী ওয়াহিদ, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজ্বী মো: নাহিদ খান ও এড: নাছিমা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল বাশার, ইউপি সদস্য মো: আমিনুর উকিল, মো: আনিছ ঢালী,মাসুদ সৈয়াল,আনোয়ার সৈয়াল,হানিফ পাইক, আবু বক্কর সিদ্দিক,বাদশা সরদার, সিমা আক্তার, আয়শা বেগম,সোনিয়া আক্তার,আ'লীগ নেতা মো: নাছির হালদার, আলমগীর হালদার, আওলাদ পাইক,মতি শেখ,যুবলীগ নেতা কাউসার হালদার প্রমূখ ।
যাযাদি/এসএস