বরুড়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার 

প্রকাশ | ৩০ মে ২০২৩, ১৮:০৮

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার বরুড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাচঁ ডাকাতকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। বরুড়া থানার লক্ষ্মীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ নারিন্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রেনু প্রকাশ নয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোংকারা গ্রামের লতিফ এর ছেলে মোঃ জহিরুল ইসলাম জহির, পটুয়াখালী জেলার বাউফল থানার রায় তাঁতেরকাটি গ্রামের রতন তালুকদারের ছেলে খলিলুর রহমান, চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের রবের ছেলে কাউসার, দেবিদ্বার উপজেলার চুলহাস গ্রামের স্বর্ণকার বাড়ির মুসলেম মিয়ার ছেলে আলমগীর।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বরুড়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে সোমবার দিবাগত রাত ৩টায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় পুলিশের উপস্থিতি পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়লে পুলিশ সদস্যেরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কমপক্ষে দুটি ও সর্বোচ্চ ১৫ টি মামলা রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ছেনি, ৩টি রড, একটি জিআই পাইপ, একটি ছুরি উদ্ধার করা হয়।

ডাকাত দলের সাথে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এব্যাপারে বরুড়া থানার ওসি  মো.ফিরোজ জানান আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপারের নেতৃত্বে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই পাঁচ ডাকাত কে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

যাযাদি/ এম