লাখাইয়ে ৩৮চি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রকাশ | ৩০ মে ২০২৩, ২১:০১

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩ টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরন অনুষ্টানের প্রধান অতিথি হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি এসব ল্যাপটপ তুলে দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসাতে দেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। 

এসময় তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় ক্ষমতায় আনার জন্য সবার প্রতি আহ্বান জানান।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সুভাষ আচার্যের সঞ্চালনায় ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এড. খোকন চন্দ্র গোপ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, লাখাই উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন কাবেরী দাশ।

যাযাদি/ এম