পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৬:৩৬

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. লিটন খান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (৩১ মে) উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ভাওয়ারভিটি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে দুটি ভূয়া পুলিশ আইডি কার্ড, ২ টি ল্যাপটপ, ১টি সিডি ড্রাইভ, ৩টি হার্ডড্রিক্স, ২টি ভূয়া এনআইডি কার্ড, ২টি পেনড্রাইভ, ৩টি মডেম, ৩টি মোবাইল ও নগদ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে র্যাব-১০'র অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি র্যাবকে জানায়, সে একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল সে। ভুয়া পুলিশ সুপার পরিচয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিল।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানায় র্যাব।
যাযাদি/ এম