উখিয়ায় সিসিমপুর প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতা 

প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৭:৩৩

উখিয়া (কক্সবাজার ) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষনীয় অনুষ্ঠান সিসিমপুর প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । 

উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় গত মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিম ওয়ার্কশপ এ অনুষ্ঠানের আয়োজন করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমৃত কুমার বড়ুয়ার সভাপতিত্বে  সিসিমপুর প্রদর্শনী  ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন  উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা  গুলশান আক্তার । 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা  মোকতার আহমদ।  

আমন্ত্রিত অতিথি ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  ফারুক আহমদ । 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিসিম ওয়ার্কশপের  কর্মকর্তা রতন চক্রবর্তী । এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য,  সহকারি শিক্ষিক - শিক্ষিকা  অভিভাবক  ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রাংকন, হালুম ও টুনটুকি  প্রদর্শনীর মাধ্যমে  স্বাস্থ্য সম্মত জীবন যাপনে পরিস্কার পরিচ্ছন্নতা, সবুজ শাক সবজি ও প্রোটিন জাতীয় খাবার গ্রহণে সকলকে উৎসাহ ও উদ্দীপনা যোগিয়েছে। পরে সিসিমপুর শিক্ষার্থীদের মাঝে  পেন্সিল বক্স, শিশু শিল্পীদের জন্য  চিত্রাংক সামগ্রী বিতরণ করা হয় । 

যাযাদি/ এম