নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৭:৪৫

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উপলক্ষ্যে নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা জেলা প্রাণি সম্পদ বিভাগ বৃহস্পতিবার জেলা প্রানি সম্পদ অফিসে এই কর্মসূচীর আয়োজন করে। 

সকাল ১০টায় প্রাণি সম্পদ অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম, জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি খামারী আব্দুস সোবহান খান, খামারী মো. মাহবুবুর রহমান প্রমুখ। 
   
যাযাদি/ এম