ভাঙ্গুড়ায় পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৮:১১

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার  ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুন) সকাল ১১টায় পৌরসভার প্রধান সহকারী ইমরান হাসান আরিফ-এর সঞ্চালনায় পৌর মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন,পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল। 

উপস্থাপিত বাজেটে নতুন কোন করারোপ ছাড়াই ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে পৌরসভার রাজস্ব  খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫কোটি ৬২ লাখ ১০হাজার টাকা,

পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত আয়  ধরা হয়েছে, ৭কোটি ৯৫ লক্ষ টাকা। অপরদিকে পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে, ৫কোটি ২১লক্ষ টাকা,পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে,৭কোটি ৯৫লক্ষ টাকা।

পৌরসভার রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প  খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে সর্বমোট ১৩কোটি ১৬লক্ষ ৫৬ হাজার টাকা।

পৌরসভার রাজস্ব খাতে সমাপণি স্থিতি দেখানো হয়েছে,৪০লক্ষ ৫৪হাজার টাকা এবং পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে সমাপণি স্থিতি দেখানো হয়েছে '০'শূন্য টাকা। 

বাজেট উপস্থাপন শেষে স্থানীয় গণমাধ্যম কর্মিদের সাথে এক  মতবিনিময় সভায় পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল স্মার্ট পৌরসভা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। 

উন্মুক্ত বাজেট স্বাগত জানিয়ে বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ বরাত আলী, প্রেস ক্লাবের সভাপতি অবঃঅধ্যাপক মোঃ মাহবুব-উল আলম বাবলু, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ,পৌরসভার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার  সাহা,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম   সহকারী, সহকারী প্রকৌশলী মোঃ মিনহাজ উদ্দিন, পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাজমূল হুদা সহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলার, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম