পূর্বধলায় বিদ্যালয় পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা

প্রকাশ | ০১ জুন ২০২৩, ১৮:২২

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় উপজেলার দশটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে আজ বৃহস্পতিবার পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার পূর্বধলা জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয়ের শহীদ ফেরদৌস মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মো: আজিজুর রহমান। 

পূর্বধলা জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রুহুল আলম তালুদার, পূর্বধলা জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, নূরে আলম সিদ্দিকী মামুন, মো. নিজাম উদ্দিন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা পরিদর্শক মো: আজিজুর রহমান জানান, প্রতিটি বিদ্যালয়ে নিরীক্ষা কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। 

যাযাদি/ এম