কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু
প্রকাশ | ০৪ জুন ২০২৩, ২১:৫৭
গাজীপুরের শ্রীপুরে ফারজানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছে। রোববার (৪ জুন) বিকেলের দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ফারজানা আক্তার ওই গ্রামের শফিকুল ইসলামের কন্যা ও আফির উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিন ধরেই মানসিক সমস্যায় ভোগছিলেন ফারজানা।
রোববার দুপুরের দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবী,ভুল করে কীটনাশক খেয়ে ফেলেন ফারজানা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
তিনি আরও বলেন, ফারজানা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
যাযাদি/ এম