লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ভূঞাপুরে জেনারেটর চালিয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা

প্রকাশ | ০৭ জুন ২০২৩, ১৮:০৫

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে উপজেলার ভারই উচ্চ বিদ্যালয়ে বুধবার (৭ জুন)  জেনারেটর চালিয়ে স্কুলের অর্ধ বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে ।

দীর্ঘ খরা ও দাবদাহে জন জীবন যখন বিপর্যস্ত তখন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অর্ধ বার্ষিক পরীক্ষা। বিদ্যুতের লুকোচুরি ও ঘনঘন লোডশেডিং হওয়ায় ফলে উপজেলার ভারই উচ্চ বিদ্যালয়ে জেনারেটর চালিয়ে স্কুলের অর্ধ বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়ার মা জানান, প্রচন্ড গরম ও তাপদাহে মেয়ের অসুস্থ হওয়ার আশংকা করছিলাম। কিন্তু স্কুলে এসে দেখি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। তাতে খুব খুশি হয়েছি।

প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম বলেন, শিক্ষার্থীদের হিট স্ট্রোক বা স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে নিজ উদ্যোগে জেনারেটরের ব্যবস্থা করেছি।

যাযাদি/ এম