গাজীপুরে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
প্রকাশ | ০৭ জুন ২০২৩, ২১:০৪

মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এতে নেতৃত্ব দেন র্যাব—১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ।
র্যাব—১ এর আওতাধীন পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার জুলফিকার আলী সাংবাদিকদের জানান, বৈধ কাগজপত্র না থাকায় বুধবার দুপুরে স্থানীয় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা এবং সহিদা খাতুন মেডিকেল সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও আদায় করা করা হয়।
যাযাদি/ এম