ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ দগ্ধ
প্রকাশ | ০৯ জুন ২০২৩, ১৪:১১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন৷ তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে কাশীপুর ইউনিয়ন খিলমার্কেট শেখ বাড়ির এলাকার সোহাগের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রিকশাচালক মো. সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী পোশাক কারখানার শ্রমিক বুলবুলি বেগম (৪৫), মেয়ে সোনিয়া আক্তার (২৮), ছেলে মো. টুটুল (২৫), নাতনি মেহজাবিন (৭)৷ তাদের গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর থানার রিয়ারঘাট এলাকা।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে একই পরিবারের পাঁচজন সদস্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন৷ তাদের মধ্যে সালাম মন্ডলের শরীরের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ মেহজাবিনের ৩৫ শতাংশ পুড়ে গেছে৷ তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক৷
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসীন বলেন, ‘একইঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচজন সদস্য৷ রাতে চার্জারফ্যান বৈদ্যুতিক সংযোগের সাথে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন৷ অতিরিক্ত বিদ্যুতের চাপে চার্জার ফ্যান বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়৷ সেখান থেকে বিছানায় আগুন ধরে গেলে ৫ জন দগ্ধ হন৷ এসময় ঘরের সিলিং ফ্যানও ক্ষতিসাধিত হয়। তার পরও ঘটনার তদন্ত করা হচ্ছে।
যাযাদি/ এস