টঙ্গীতে তামীরুল মিল্লাত মাদ্রাসার ছাত্রের মৃত্যু
প্রকাশ | ২৭ জুলাই ২০২৩, ১০:৩৩

টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ইসতিয়াক বিন ইশান (১২) বন্ধুদের সাথে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া সারাদিন তাকে খোজাখুজি করে না পেয়ে আজ বুধবার সকালে মাদ্রাসার পুকুরে ডুবুরিদল অভিযান চালিয়ে ইশানের মৃতদেহ উদ্ধার করে। নিহত ইশান গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ এলাকায়।
এ বিষয়ে ইশানের নানা তামিসাফ জানান, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ইশানকে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি করিয়েছি। আমার স্নেহময় ইশানকে রব ইচ্ছে করেছেন তার জিম্মায় নিয়ে গেছেন। তবে মাদ্রাসা পরিচালনা কমিটির ঘাটতি আছে এক্ষেত্রে। ক্যাম্পাস পুকুর এত গভীর হতে পারে না। পূর্বে ও এ পুকুরে ছাত্র ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
ছাত্র সংসদের ভি.পি মুহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, আমরা মাদ্রাসা কতৃপক্ষের সাথে অতিদূত কথা বলে পুকুরের গভীরতা যেন স্বভাবিক করার ব্যবস্হা গ্রহণ করে সেই দাবি উত্থাপন করবো। এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান জানান,পুকুরে গোসল করা নিষিদ্ধ ছিলো কিন্তু ছাত্ররা আন্দোলন করে গোসল করে প্রায় সময় এবং লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যাযাদি/ এস