গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধার তালিকায় যুদ্ধাপরাধীর নাম অন্তর্ভুক্তি হওয়ার প্রতিবাদে 

মহিমাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ | ২০ আগস্ট ২০২৩, ১৪:৫০

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধার তালিকায় যুদ্ধাপরাধ মামলার আসামী ময়েজ উদ্দীনের নাম অর্ন্তভূক্ত হওযার প্রতিবাদে মহিমাগঞ্জ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। 

 শনিবার বিকেলে প্রতিবাদী জনতা  এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মহিমাগঞ্জ ষ্টেশন রোডে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মঞ্জুর মোরশেদ আসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, আওয়ামীলীগ নেতা  আতিকুর রহমান আতিক, যুবলীগ সভাপতি  আব্দুল মান্নান সরকার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। 

বক্তারা অবিলম্বে বিতর্কিত যুদ্ধাপরাধী ময়েজ উদ্দিন মন্ডলের মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবী জানান। অন্যাথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে।

যাযাদি/ এসএম