নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে ক্লিন সাটার’ডে

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৩, ১৭:৫২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১৯:৫৫

স্টাফ রিপোর্টার, নীলফামারী

ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে “ক্লিন সাটারডে” কার্যক্রম শুরু হয়েছে।

একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ জানান, পুলিশ সুপার ও একাডেমির সভাপতি মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা এর নির্দেশে এ কার্যক্রম শুরু করা হয়েছে। 

একাডেমীর সবাই অনেকটা আনন্দের সঙ্গে এ কার্যক্রমে অংশ নিচ্ছে। এখন থেকে প্রতি শনিবার স্কাউট সদস্য, শিক্ষক-কর্মচারীরা একাডেমির ক্লাশ রুম ও মাঠসহ গোটা ক্যাম্পাসের সমস্ত ময়লা আবর্জনা পরিস্কার করবে।

পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা জানান, পুলিশ লাইন্স ও পুলিশ অফিসগুলোতেও সপ্তাহে একদিন করে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত রয়েছে।

যাযাদি/ এম