চাঁপাইনবাবগঞ্জের শিক্ষিকা মরিয়ম বেগমের ইন্তেকাল 

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৩, ১৬:২৪ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি  প্রভাষক  মো: সেলিম  রেজার  সহধর্মিনী ও  নামোশংকরবাটি   উচ্চ  বিদ্যালয় এর   সহকারী শিক্ষিকা মরিয়ম বেগম ( সাথী ) গত রবিবার ( ২৭ আগস্ট ) দিবাগত  রাতে  ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া  ইন্না ইলাইহি রাজিউন)।   

সোমবার ( ২৮ আগস্ট ) দুপুর ২টায় শহরের  প্রাণকেন্দ্র  মসজিদপাড়া গোরস্থানে  জানাজা শেষে তাকে দাফন করা হয় ।    

সাংবাদিক  মো: সেলিম রেজার  সহধর্মিনী  মরিয়ম বেগম ( সাথী)  বেশ কিছুদিন থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন । চিকিৎসার জন্য গত দুমাস আগে ভারতে যান । সেখানকার  ভেলোর সিএমসি হাসপাতাল ও নারায়ণী হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা কালে তার বুকের ভিতর টিউমার ধরা পড়ে। ওপেন হার্ট সার্জারির মাধ্যমে টিউমার অপসারণ  করা হয়। ভারতের দুটি   হাসপাতালে দুমাস যাবৎ নিবিড় চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেন । 

বাড়ি ফিরার পাঁচ দিন পরে রবিবার  রাত নয়টার দিকে হটাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া  হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন ।রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়েবার টায় অক্সিজেন ঘাটতি জনিত কারণে তিনি  মারা যান । শেষ হয় ৮ বছরের দাম্পত্য জীবন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই শিশু সন্তান ৫ বছর বয়সী  মোসা: ফাতেমা ও ১৭ মাস  বয়সী মোসা: আমেনা, বৃদ্ধ  মা, আত্মীয়-স্বজন,সহকর্মী শিক্ষক, ছাত্র - ছাত্রী ও অনেক গুণাগ্রাহী  রেখে গেছেন। তার  শোক সন্তপ্ত পরিবার সকলের  দোয়াপ্রার্থী।

যাযাদি/ এম