ফেনী-৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাবেক এমপি হাজী রহিম উল্লার বিষোদগার

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫

ফেনী প্রতিনিধি

ফেনীতে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রচারের লক্ষ্যে ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্যাহ। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন এবং সফলতার বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। 

সভায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আরেফিন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার, অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

হাজী রহিম উল্লাহ  ফেনী-৩ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আজকে যিনি আমাদের এমপি সাহেব আছেন, উনি হলেন মহাভারত। বিশাল লেফটেন্যান্ট জেনারেল, অ্যাম্বাসেডর। দেশের দুই নেত্রীকে জেলে পাঠিয়েছেন। উনি মহা ক্ষমতাধর। উনি কোনো সচিবের কাছে বা মন্ত্রীর কাছে এলাকার বিষয়ে তুলে ধরার মতো লোক নয়। আমি কোনো মহারথি নই, আমি গ্রামের ছেলে। আমি এলাকায় একটি সড়কটি করে দিতে পারলে দেশের মানুষ চলাচলের উপকার হবে। আমার জন্য দোয়া করবেন। আগামীর পথচলায়  আপনাদের সহযোগিতা  কামনা করি। 

যাযাদি/ এস