ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩০
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক এহতেশাম রেজা মঙ্গলবার দুপুর ১টার সময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। ভেড়ামারা
উপজেলা নির্বাহি কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উল্লাহ, ভেড়ামারা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আ: জব্বার, রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আলমঙ্গীর হোসেন।
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা মতবিনিময় শেষে চেক ও সেলাই মেশিন বিতরণ করেন।
জেলা প্রশাসক এহতেশাম রেজা এ উপজেলায় সরকারী বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
যাযাদি/ এস