ফুলের শুভেচ্চায় শিক্ত সিবিএ নেতা আজিজুর রহমান
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮
নড়াইলের লোহাগড়ায় পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া শাখার মাঠ সহকারি মোঃ আজিজুর রহমান খানকে পল্লী সঞ্চয় ব্যাংকের ( বি-২২১৩) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় লোহাগড়া পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া শাখা কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। লোহাগড়া পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয়ে লোহাগড়া শাখার মাঠ সহকারি মোঃ সাজেদুল হক সোহাগের সভাপতিত্বে ও মোঃ রুবেল শেখের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুন্নবী মোল্যা, মোঃ জাকারিয়া মামুন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মিঠুন কুমসর মল্লিক, তানজিলা পারভীন, রিনা খানম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শরাফত আলী, খন্দকার সজিব, শেখ হাচিবুল হক, জান্নাতুন নাহার, আশা সুলতানা, সাংবাদিক মোস্তফা কামালসহ প্রমুখ। সিবিএ নেতা মোঃ আজিজুর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজি মোঃ জামিলুর রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জামিলুর রহমান স্যার নতুন ডিজি হিসাবে যোগ দেওয়ার পর থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের আমুল পরিবর্তন লক্ষ করা গেছে, তিনি নিরলস পরিশ্রম করে কর্মকর্তা কর্মচারীদের কথা ভেবে কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্চ সাবসিডি বৃদ্ধি করে ২০০ টাকায় উন্নীতকরণ, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়ত বিল ও মোবাইল বিল চালু করন, কর্মকর্তা ও কর্মচারীদের মোটরসাইকেলের ঋণ সহজি করন ও লাভের হার হ্রাস করন চলমান, সদস্যদের ভাগ্যের উন্নয়নে কর্মচারীদের মাধ্যমে সুষ্ঠু তদারকি করণ, উপজেলা শাখায় ফান্ড বিতরণে সহজীকরণ, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়া সহজীকরণ, নতুন মাঠ সহকারীদের পুলিশ ভেরিফিকেশন ও স্থায়ী পরিপত্র জারিকরনে কার্যক্রম চলমান।
কর্মকর্তা-কর্মচারীদের ইনসেন্টিভ প্রক্রিয়া চলমান, ব্যাংকের কার্যক্রম পরিপূর্ণ সেটআপ করার জন্য জনবল নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে প্রক্রিয়াকরণ, জাতীয় নির্বাচনের আগে পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নিয়ে উল্লেখযোগ্য নজীর উপস্থাপন, প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত "পল্লী সঞ্চয় ব্যাংককে " বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন এসকল বিষয়ে তিনি ব্যাপক ভুমিকা রেখেছেন।
যাযাদি/ এস