ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নৌকার মনোনয়ন চান জাসদ নেতা আখতার হোসেন সাঈদ
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫- (নবীনগর) আসন থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে নির্বাচন করতে চান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর জেলা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই আসনে নিজের প্রার্থীতা ঘোষনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা জাসদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ বলেন, স্বাধীনতার পর থেকে নবীনগর উপজেলা উন্নয়ন বঞ্চিত। বর্তমান সরকারের আমলেও কাঙ্খিত উন্নয়ন হয়নি।
যতটুকু উন্নয়ন হয়েছে তা প্রয়াত সংসদ সদস্য ও জাসদ নেতা শাহ জিকরুল আহমেদ খোকনের সময় শুরু হয়েছিলো। এরই ধারাবাহিকতায় এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, নবীনগর উপজেলায় জাসদ সাংগঠনিকভাবে শক্তিশালী। উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়ন অবহেলিত।
তিনি বলেন, নবীনগরের মানুষের ভাগ্যোন্নয়নে আগামী নির্বাচনে আমি ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন চাইব। আশা করি ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ আমাকে এই আসনে মনোনয়ন দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দিবেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম মাষ্টার, দপ্তর সম্পাদক ওমর ফারুক জুন্নুন, নবীনগর উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. কে.এম. জসিম উদ্দিন প্রমুখ।
যাযাদি/ এম