গৌরনদীতে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

উপজেলা ভ্রাম্যমান আদালতের অভিযানে আলু, পেয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করার দায়ে এবং নানা অনিয়ম ও অব্যাবস্থাপনার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জড়িমানা করা হয়েছে। বুধবার বিকেলে (সন্ধার পূর্বক্ষনে) উপজেলা ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান জানান, সরকার নির্ধারিত মূল্যে পেয়াজ বিক্রি না করায় ওই বাজারের এক আড়ৎদারকে পাঁচ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। 

অপর দিকে দোকানে মূল্য তালিকা না রাখায় ও মেয়াদ উত্তীর্ন পণ্য রাখার দায়ে অপর দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জড়িমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানা পুলিশ আদালতকে সার্বিক সহয়তা করে। মাহিলাড়া হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু এ সময় সেখানে উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এম