আড়াইহাজারে অবৈধ গ্যাসলাইনে বিষ্ফোরণে নিহত ১, আহত ৩

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর এলাকায় শুক্রবার মধ্য রাতে বাসায় অবৈধ গ্যাসলাইনের পাইপের লিকেজ থেকে বিষ্ফোরণ ঘটে নিপা আক্তার (৩৫) নামে একজন নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। নিহত নিপা ওই বাসার ভাড়াটিয়া হাসিনা মমতাজের মেয়ে। আহতদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে । তবে তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিপা আক্তারের মৃত্যুর বিষয়টি তার বড় বোন ইভা আক্তার গণমাধ্যমকে নিশিচৎ করেছেন। 

ঘটনার বিবরণে জানা যায় যে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার পৌরসভা কার্যালয় থেকে সামান্য দূরে সরকারী সফর আলী কলেজেরে পূর্ব পাশে দিঘিরপাড় এলাকায় জনৈক ছানাউল্লাহ মিয়ার ৪ তলা ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে অবৈধ গ্যাস লাইনের পাইপে লিকেজ থেকে বিষ্ফোরণ ঘটে। 

এতে হাসিনা মমতাজ (৫৫), সোহাগ (৩৫), চায়না (৩০) ও নিপা (৩৫) নামে ৪ জন গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে আড়াইহাজার থাান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিপা আক্তারের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, অগ্নিদগ্ধ চার জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহত সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।

যাযাদি/ এসএম