মানবিক সাহায্যের আবেদন

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১

ফেনী প্রতিনিধি

অসুস্হ স্বামী যার হার্টের  দুটি ব্লক ও কিডনি সমস্যা, তার প্রতিনিয়ত  ঔষধপত্র লাগে। হার্টের রিং বসানোর মতো কোন সামর্থ্য  নেই।  একমাত্র ছেলে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার  সায়ন্সে ২য় বর্ষে পড়ে। তার লেখা পড়ার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। 

ছেলের লেখা পড়ার জন্য ফেনী রানীর হাটের  ভাড়াবাড়ীতে  থাকতে হচ্ছে। বাজারের  খরচ, বাসাভাড়া, ছেলের বিভিন্ন  খাতে পড়ার খরচ  সহ স্বামীর দৈনিক  ঔষধপত্র জোগান দিতে  হিমশিম খাচ্ছেন , সে নারীটির  নাম, নাছরিন আক্তার।তিনি একসময়ে  স্বামী  ছেলে  নিয়ে  ভালোই দিন কাটিয়েছেন। ভাগ্যের নির্মম  পরিহাস।  স্বামীর  ব্যবসা বানিজ্যের  হঠাৎ  ধ্বস নেমে আসে। 

লাখ  লাখ টাকার লোকসানের ঘানি টানতে গিয়ে  বাড়িঘর জমি জমা  বিক্রি করে ব্যাংক সহ মানুষের  দেনা  পরিশোধ করে  সর্বশান্ত হয়ে পড়েন।   একপর্যায়ে  স্বামী  অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে যায়।  সে এখন জটিল  রোগে আক্রান্ত হয়ে  বিছানায়  শয্যাশায়ী হয়ে  মৃত্যুর  সাথে  লড়াই করে  চলেছেন।সমাজের,শহরের  হৃদয়বান,দানশীল  ব্যক্তির সহযোগিতা কামনা করছেন , একজন  অসহায়  মা ও স্ত্রী। তিনি স্বামীর জন্য চিকিৎসার্থ কামনা করছেন,পাশাপাশি  কলেজ পড়ুয়া ছেলের লেখা পড়ার  খরচ চালাতে  কোন বিত্তশালীর হস্তক্ষেপ কামনা করেন। 

 অত্যান্ত আবেগ আপ্লূত  হয়ে  অসহায় নারীটি মিডিয়া  কর্মীদের  লেখনীতে   সামাজিক যোগাযোগ মাধ্যমে  সার্বিক  সাহায্য সহযোগিতা কামনা করে  কান্নায় ভেঙে  পড়েন। 

 বিকাশ নাম্বার ০১৫১৮৯৩৩৪৬১ পার্সোনাল,রানীরহাট, ফেনী। 

যাযাদি/ এস