বরুড়া উপজেলার ভাউকসার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায়২৭ সেপ্টেম্বর মঙ্গলবার মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে  উপজেলার ভাউকসার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এসময় রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে বালু এবং গ্যাস সিলিন্ডার রাখা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে আলু, ডিম, পেয়াজ বিক্রয়, মূল্য তালিকা না থাকা এবং লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম পণ্য মজুদ ও বিক্রয় করার অপরাধ আমলে নেয়া হয়।

এসময় ০৬ টি প্রতিষ্ঠানকে উক্ত অপরাধের দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা মোতাবেক ১০,৫০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈন উদ্দিন বাজারের সকল ব্যবসায়ীকে সরকারের আইন ও নির্দেশনা মেনে ব্যবসা করার অনুরোধ জানান। 

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন এএসআই আরিফুল মাওলার নেতৃত্বে বরুড়া থানা পুলিশের একটি চৌকষ দল। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম