মধ্যনগরে ৪৪ বস্তা ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারী গ্রেপ্তার
প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ১৬:১০

সুনামগঞ্জের মধ্যনগরে ৪৪ বস্তা ভারতীয় চিনিসহ চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৫ টার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্রামের তার নিজ বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত চোরাকারবারিরা হলেন, উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো, খোকন মিয়া(২৫)।
মধ্যনগর থানার ওসি মো, এমরান হোসেন জানান, ধৃত আসামিরাসহ একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন যাবত গোপনে ভারত থেকে চোরাই পথে চিনি ও মাদকসহ বিভিন্ন পণ্য সামগ্রী সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশে নিয়ে আসছিল। এর আগেও পুলিশ একাধিকবার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আভিযান চালিয়ে বিপুল পরিমান চিনিসহ চোরাকারবারিদের আটক করে। এ অবস্থায় রবিবার ভোরে উপজেলার গুলগাঁও গ্রামের তার নিজ বসত ঘর খোকন মিয়ার নিজ বসত ঘরে ভারতীয় চিনি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে এক বিশেষ অভিযান চালিয়ে ২টি ইন্জিন চালিত ছোট নৌকায় থাকা ৫০ কেজি ওজনের ৪৪ বস্তা ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারিকে আটক করা হয়।
ওসি আরো জানান, ধৃত চোরাকারবারির নামে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়েছে। তবে সীমান্তবর্তী এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
যাযাদি/এসএস