হালুয়াঘাটের দুই মাদক কারবারি ভারতীয় মদসহ ফুলপুরে গ্রেফতার
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ০৯:৫২
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুই মাদক কারবারিকে ভারতীয় ৪৪ বোতল মদসহ গ্রেফতার করেছেন ফুলপুর থানা পুলিশ। গতকাল রবিবার (১ অক্টোবর) ভোর আনুমানিক সারে ৪টার দিকে ফুলপুর পৌরশহরের গোদারিয়া এলাকার সেকান্দর হাজির মার্কেটের সামনে থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, হালুয়াঘাট পৌরশহরের আকনপাড়া গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র নাহিদ মিয়া (৩২) ও হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র আব্দুস সাত্তার (৩১) ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র নির্দেশক্রমে ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার উপ-পুলিশ পরির্দশক মোস্তাক আহমেদ, সহকারী উপ-পুলিশ পরির্দশক সুমন মিয়া, সহিদুল ইসলাম, আবুল বাসেদ, ফরহাদ আল মামুন, পুলিশ সদস্য মাহবুর আলম, ছানোয়ার হোসেন, মোঃ আমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম এর সহায়তায় অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ৪৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন । পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক র্নিমূল করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ৪৪ বোতল ভারতীয় মাদসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।
যাযাদি/এস