নাগেশ্বরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১০:৪৮
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ পালিত হয়েছে। “সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রæতি পূরণে প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্য নিয়ে বেরুবাড়ী ইউনিয়ন শাখা আরডিআরএস বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় রোববার বেলা ১১টায় এ উপলক্ষে একটি র্যাালি বেরুবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আরডিআরএস বাংলাদেশ বেরুবাড়ী শাখার ইউনিয়ন ফেডারেশনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বেরুবাড়ী ইউনিয়নের ১৭০ জন প্রবীণ এবং ৩০ জন যুব সদস্যসহ, সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও সুধীজনদ অংশগ্রহণ করেন। ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি জামাল উদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমৃদ্ধি ও প্রবীণ কর্মনূচি, রংপুর-এর টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, বিশেষ অতিথি, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান আলী, আরডিআরএস বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান, এলাকা ব্যবস্থাপক লিটন মিয়া, বেরুবাড়ী শাখা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ইকবাল সাহাদত প্রমুখ।
যাযাদি/ এস