গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১১:৫২
জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের ৮ নং ওয়ার্ড শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় কড়ইতলা মোল্লা বাজার মাঠে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের ৮ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক রাসেল মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রিপন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাকছুদুর রহমান আনছারী। উদ্বোধন করেন গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান শান্ত। প্রধান বক্তার বক্তব্য রাখেন গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হক স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সুমনসহ আরো অনেকে। দ্বিতীয় অধিবেশনে গাইবান্ধা ইউনিয়নে ৮ নং ওয়ার্ড শাখার আবু রায়হানুর রহমান সোহাগ সভাপতি ও আশরাফুল আলম সোহাগ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
যাযাদি/ এস