দুর্গাপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৪:২৪

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

'জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান'- এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে জুনোটিক ডিজিট কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে।

সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকসুদা আক্তার রিমি'র সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেসার সভাপত্বিতে বক্তব্য রাখেন,দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,প্যানেল মেয়র নুরুল আকরাম খান,ইসলামি ফাউন্ডেশন পরিচালক মো. নজরুল ইসলাম,মেডিকেল অফিসার ডা. এ.এস.এম তানজিরুল ইসলাম রায়হান প্রমুখ। 

সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

যাযাদি/ এস