ধর্মপাশায় বিশ্ব শিশু দিবস পালিত

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৫:৫৯

ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

“শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে  সুনামগঞ্জের ধর্মপাশায়  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

পরে পরিষদ সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্টিত হয়।   উপজেলা কমিশনার (ভূমি) মো. অলিদুজাম্মানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইনিক্সটেক্টার চন্দন কুমার বনিকের পরিচালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা ,জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মো. ছফেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

যাযাদি/ এসএম