হরিরামপুরে ইয়াবাসহ দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৯:৩১

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মাদকসেবীকে মোবাইল কোর্টে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২ অক্টোবর) হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৬) এবং বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আ. আলিম (২১)।

পুলিশ জানায়, গতকাল রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে সোহেলকে দুই পিস এবং আলিমকে এক পিস ইয়াবাসহ আটক করা হয়। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়ার পর আসামীদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, দুইজনকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

যাযাদি/ এম