অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নানের এমফিল ডিগ্রি অর্জন

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ১৩:৪৭

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

তিনি উপজেলার মৌকারা ইউনিয়নের ঘোমকট গ্রামের মৃত মাওলানা মো: হানিফের ছেলে। 

জানা যায়,গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ভিসি প্রফেসর ড.আক্তারুজ্জামানের সভাপতিত্বে ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন)ড.ড.মুহাম্মদ সামাদ,প্রো-উপাচার্য প্রফেসর ড.এসএম মাকসুদ কামালসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিতিতে  অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নানকে এমফিল ডিগ্রি প্রদান করেন। 

ঢাবির কলা অনুষদের আরবী বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ ইউসূফের অধীনে পবিত্র আল কোরআনে বর্ণিত জুলকারনাইন ইতিহাসে গবেষণা করার জন্য আব্দুল হান্নানকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। 

২০২১ সালের ২১ সেপ্টেম্বর অধ্যক্ষ হিসেবে নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসায় যোগদান করেন।

যাযাদি/ এস