পানছড়িতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৩, ২০:৫৭

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়িতে জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। '‘দুনিয়ার মজদুর এক হও এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও এক হও’' এই স্লোগানকে সামনে রেখে পানছড়ি উপজেলা শ্রমিক লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে গড়া সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বিকাল ৫ টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও কেক কাটা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোঃ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আল আমিন, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ ওবায়দুল হক আবাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন প্রমূখ।

যাযাদি/ এম