ধর্মপাশায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, বখাটের বিচারের দাবিতে স্বামীর সংবাদ সম্মেলন
প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৩, ১৫:৩৩

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরিশাম গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার ঘটনায় মোজাম্মেল হোসেন বাবু (২৬) নামে অভিযুক্ত এক বখাটের বিচারের দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেল ৩ টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্টানে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী আব্দুল হোসেন এ বিচারের দাবি জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে উপজেলার সেলবরষ ইউনিয়নের সরিশাম গ্রামের বাসিন্দা আব্দুল হোসেন তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্টানে চাকুরি করার সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই বসবাস করি। এরই মধ্যে গত ১৪ অক্টোবর আমার স্ত্রী- সন্তানকে সরিশাম গ্রামে বেড়াতে পাঠাই। এ অবস্থায় গত ১৭ অক্টোবর রাত ১১ টার দিকে আমার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনের দরজা খুলে সে টয়লেটে যায়। পরে সে টয়লেট থেকে বেড়িয়ে ঘরে আসার সময় সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা একই গ্রামের মৃত ছবুর ছেলে মোজাম্মেল হোসেন বাবু আমার স্ত্রীকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় আমার স্ত্রীর ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজনকে ঘটনাস্থলের দিকে আসতে দেখে
বখাটে মোজাম্মেল আমার স্ত্রীকে দেখে নিবে বলে হুমকি দিকে ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যায়। এ খবর পেয়ে এর দুইদিন পর আমিও ঢাকা থেকে বাড়িতে আসি। এর পর থেকে ওই বখাটের পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আমিসহ আমার পরিবারে লোকজনদেরকে নানাভাবে চাপ দিতে থাকে। তিনি আরো বলেন, পরে এ ঘটনার বিচার চেয়ে গত ২১ অক্টোবর আমার স্ত্রী বাদি হয়ে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ঘটনাটি তদন্তও করেছে। কিন্তু পুলিশ এখনো অভিযুক্ত ওই বখাটেকে গ্রেপ্তার করছেনা।
তাই আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্ত মোজাম্মেলকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এসএম