পাকুন্দিয়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৩, ১৬:৩৫

পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা বিল থেকে এসব নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। তবে অভিযানের সময় কাউকেই ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি। অভিযানে নিষিদ্ধ এসব জাল আটক করে বিল পাড়ে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার জানান, বিলে দেশীয় জাতের মাছের বংশবৃদ্ধির জন্য এসব জাল হুমকি স্বরূপ। তাছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল মাছের পাশাপাশি অন্যান্য জীববৈচিত্রও নষ্ট করে দেয়। এজন্য প্রশাসন নিষিদ্ধ এসব জাল আটকের অভিযান নিয়মিতই পরিচালনা করবে।

 

যাযাদি/এসএস