নিয়ামতপুরে পৃথক অভিযানে মাদক চোরাকারবারি গ্রেপ্তার ২ 

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৩, ১৫:১৫

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে পৃথক দুটি অভিযানে ১৬ কেজি গাঁজা, ২১৩ পিচ ইয়াবা, নগদ এক লক্ষ টাকা ও একটি টিভিএস রাইডার রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের পখিরামারুর ছেলে আমরুল ইসলাম (৪৪) ও উপজেলার সদর ইউনিয়নের কড়কড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান জাহিদ (২৭)।

এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ, মনঞ্জিল সিদ্দিকী ও এএসআই সাফিউলের সহযোগিতায় সোমবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চারমাথা মোড়ে অভিযান চালানো হয়। সঙ্গীয় ফোর্সরা রাকিবুল ইসলামের মোটরসাইকেল থামালে তার কাছে থাকা ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

ওই কর্মকর্তা আরও জানান, সোমবার রাত তিনটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে আরেকটি অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কামরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ১৬ কেজি গাঁজা, ১২৫ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ টাকা। 

ওসি মাইদুল ইসলাম বলেন, মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে  পাঠানো হয়েছে।

যাযাদি/ এসএম