সুন্দরগঞ্জে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে মতবিনিময়

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৩, ১৮:২৭

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও ভালো রেজাল্ট করণে অভিভাবকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুর ২ টার দিকে খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ওই বিদ্যানিকেতনের ৫৯ জন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৈনিক সকালের বাণী পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মোফাখখারুল ইসলাম বসুনিয়া বাচ্চু। এর পরে স্বাগত বক্তব্য দেন তিনি।

এতে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান মিয়া, মো. মোশাররফ হোসেন, অভিভাবক মো. বাদশা মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. জাকির হোসেন, শিক্ষার্থী মোছাঃ জাকিয়া আক্তার জুই ও মোছাঃ নুসরাত জামান নুশিনসহ অনেকে।

 

 


যাযাদি/এসএস