আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু 

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৩, ১৩:০৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১৩:২১

আক্কেলপুর ( জয়পুরহাট)  প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে মুনি (৩৫) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সে বাকপ্রতিবন্ধী। সোনামুখি ইউনিয়নের গুনিপুর গ্রামের মোজাহার আলীর মেয়ে। 

বিষয় টি আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোছাঃ রেহেনা পারভীন নিশ্চিত করেছেন। 

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণে আউটার সিগনালের কাছে হাস্তাবসন্তপুর ২৭৫ নং রেল ব্রিজের কাছে বেলতলি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে নয়টার সময় রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণে আউটার সিগনালের কাছে হাস্তাবসন্তপুর রেল ব্রীজের দক্ষিণ পার্শ্বে বেলতলি নামক স্থানে ট্রেনে কাটা পড়া একটি লাশ স্থানীয়রা দেখতে পেয়ে রেল স্টেশনে খবর দেয়। খবর পেয়ে দায়িত্বরত স্টেশন মাষ্টার মোছাঃ রেহেনা পারভিন শান্তাহার রেলওয়ে পুলিশে খবর দেন। 

এ বিষয়ে আক্কেলপুর ষ্টেশন মাষ্টার মোছাঃ রেহেনা পারভিন বলেন, রাজশাহী থেকে  ছেড়ে আসা চিলাহাটি গামী  আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নারীটি কাটা পড়েছে। ট্রেনটি সকাল সাড়ে নয়টায় আক্কেলপুর স্টেশন ত্যাগ করে। ২৭৫ নম্বর ব্রীজের দক্ষিণ পাশে ওই  নারীটি কাটা পরেছে বলে স্থানীয় সূত্রে জানতে পারি।  ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন।

শান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠানো হয়েছে।

যাযাদি/ এসএম