কবি কন্ঠ কুমিল্লা'র উদ্যোগে প্রদীপ কুমার পাল বাবলু'র স্বরনসভা

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৩, ১১:৩৪

স্টাফ রিপোর্টার কুমিল্লা

মানব ও সমাজ সেবক প্রদীপ কুমার পাল বাবলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  শুক্রবার (১০ নভেম্বর)  সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় টাউন হলের বীরচন্দ্রনগর কনফারেন্স হলে কবি কন্ঠ কুমিল্লা'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

কবি কন্ঠ কুমিল্লার সভাপতি গীতিকবি শফিকুল ইসলাম জেনু 'র  সভাপতিত্বে স্মৃতিচারন করেন তার বড়ভাই এডভোকেট  দিলীপ কুমার পাল, 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সভাপতি অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য,বিশিষ্ট বাচিকশিল্পী বদরুল হুদা জেনু, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ মৃনাল ক্লান্তি ঢালী, হেলাল উদ্দিন আহমেদ, মো. বশির আহমেদ, বিমল সাহা,সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, চন্দন দাস,কবি কন্ঠ কুমিল্লার সহ সভাপতি মো. আবদুল আউয়াল সরকার। 

এসময় আরো উপস্থিত ছিলেন, সাদ বিন ইউসুফ, আকিস আহমেদ,সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আজাদ সরকার লিটন, কুমকুম দেবনাথ, উত্তম ঘোষ,মো. দেলোয়ার হোসেন টুটুল, সুনীল চন্দ্র পাল,কেসব চক্রবর্তী, এ কে এম জসিম উদ্দিন, প্রকাশ চন্দ্র দাস,অঞ্জন দাস,বাদল চৌধুরী, স্টিফেন  রতন মজুমদার, আসানুর রহমান শুভ,এডভোকেট তাপশ চন্দ্র মজুমদার,ইসমাইল, সজিব,রনতিৎ,আবদুল মমিন,আবু সুফিয়ান,হাসিবুল ইসলাম সাজিব,সাফায়েত উল্লাহ মিয়াজী,ধ্রুভ সরকার (বাপ্পি), সুব্রত ঘোষ,অর্জুন দেবনাথ,ভানুসহ অনেকে।উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি কন্ঠ কুমিল্লার সাধারন সম্পাদক জয়দেব ভট্টাচার্য ভুলু।

যাযাদি/ এসএম