কেন্দুয়ায় অরুণ কুমার সরকার আর নেই
প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৩, ১৬:৪৭
নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত মহাপরিচালক ও উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা অরুণ কুমার সরকার (৮৮) গতরাত প্রায় সাড়ে ৯টার দিকে ঢাকায় নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন।
ইহলোকলোক ত্যাগ করার সময় দুই মেয়ে এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে নিজ গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
উল্লেখ যে, তিনি ১৯৬২ সালে সিএসপি অফিসার হিসেবে ডাকবিভাগে যোগদান করেছিলেন এবং ১৯৯৭ সালে ডাকবিভাগের মহাপরিচালক পদে অবসর গ্রহণ করেন।
তার মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
যাযাদি/এসএস