হরিরামপুরে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৩, ১৯:১৪

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে দুই যুবকের বিরুদ্ধে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসিফ (২০) নামের অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) রাতে উপজেলার ধুলশুড়া ইউনিয়নের আইলকুন্ডি এলাকার একটি কাঠবাগানে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অভিযুক্ত দুই যুবক হলেন, সালাম শেখের ছেলে নাঈম শেখ (২২) এবং আব্দুর রাজ্জাক মৃধার ছেলে আসিফ (২০)।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, সোমবার (২০ নভেম্বর) সকালে ধুলশুড়া ইউপি চেয়ারম্যান ফোন করে জানান আইলকুন্ডি চরে কাঠবাগানে একটি লাশ পরে আছে। পরে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। 

প্রাথমিকভাবে জানা যায়, গতকাল রোববার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আইলকুন্ডি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে নাঈম শেখ ও আসিফ গরু চোর সন্দেহে তাকে আটক করে। এরপর স্থানীয় একটি কাঠ বাগানে নিয়ে গরু বাধার রশি দিয়ে বেঁধে গাছের ডাল দিয়ে পিটিয়ে ওই ব্যক্তির মাথা ফাটানোসহ দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে রক্তাক্ত জখম করে মৃত্যু ঘটায়। হত্যার কাজে ব্যবহৃত রশি এবং লাঠি উদ্ধারসহ অভিযুক্ত আসিফকে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান বলেন, আমিই সকালে পুলিশকে জানিয়েছি। নিহত ওই ব্যক্তি আমাদের এলাকার না।

যাযাদি/এম