মনোনয়নপত্র কিনলেন ওলামা লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম
প্রকাশ | ২০ নভেম্বর ২০২৩, ২০:৫৯
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে ওলামা লীগের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধার সন্তান মো: রফিকুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি রেজাউল হাফিজ রেসিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান মিজান, সধারন সম্পাদক ইয়াছিন আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো: রফিকুল ইসলাম খোকন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান।
তিনি সম্প্রতি তিনি ১৬১, নেত্রকোণা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নের আশায় নিজের প্রার্থীতা ঘোষনা করে কাজ করে যাচ্ছেন।
যাযাদি/ এম