বিশ্বনাথে এই প্রথম হরতাল-অবরোধ সমর্থনে বিএনপির মশাল মিছিল
প্রকাশ | ২০ নভেম্বর ২০২৩, ২১:৫১

সিলেটের বিশ্বনাথে হরতাল-অবরোধের সমর্থনে এই প্রথম কোন মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি।
সোমবার রাত সাড়ে ৭টায় খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের ব্যানারে পৌর শহরের উপজেলা পরিষদ রোডে হঠাৎ করে ১৫-২০ জনকে হাতে মশাল নিয়ে এক ঝটিকা মশাল মিছিল বের করে।
গত ২৮ অক্টোবর ঢাকার সমাবেশের পর ধারাবাহিকভাবে দুই দফা হরতাল ও চার দফা অবরোধ দিয়েছে বিএনপি। দেশের প্রায় প্রতিটি উপজেলায় এসব হরতাল অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিং ও মশাল মিছিল অনুষ্ঠিত হলেও বিশ্বনাথে এরকম কোন কর্মসূচী পরিলক্ষিত হয়নি।
মিছিলকারীরা মুখে হ্যালমেট এবং মাস্ক পড়ে মিছিল নিয়ে বের হতে দেখা যায়।
যাযাদি/ এম