দাগনভূঞা প্রবাসি ফোরাম কেন্দ্রিয় কমিটির ১০৯ ও ১১১ তম অনুদান হস্তান্তর
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ১৯:২৮
ফেনীর দাগনভূঞায় প্রবাসী ফোরাম কেন্দ্রিয় কমিটির উদ্যোগে হতদরিদ্র প্রবাসি এক পরিবারকে নগদ অনুদান হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ১০৯তম অনুদানে ৮০ হাজার টাকা হস্তান্তর করা হয়। এছাড়া হতদরিদ্র মোহাম্মদ জাহাঙ্গীরের অপারেশন চিকিৎসা সহায়তা হিসেবে ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে দাগনভূঞা প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির সভাপতি আবু তৈয়ব পেয়ারের সভাপতিত্বে ও স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকের হোসেন, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ পিপল, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ মানিক, স্থানীয় প্রতিনিধি শিমুল পাটোয়ারী ও ফোরামের স্থানীয় সাংবাদিক প্রতিনিধি পাভেল রহমান প্রমুখ।
উল্লেখ্য, দাগনভূঞা প্রবাসি ফোরাম কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত মানবিক সহায়তা হিসেবে ১১১ টি পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান করেছেন।
যাযাদি/এসএস