ফেনী-১ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন আলাউদ্দিন নাসিম
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৩, ১৭:২৯

ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
রোববার বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যারলয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ফেনী-১ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের ফেনী-১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। একই সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্ধিতার জন্য ৩০০ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরশুরাম উপজেলা পৌর এলাকার গুথুমা গ্রামের বীর মুক্তিযোদ্বা মরহুম সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর বড় ছেলে। নাসিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ছিলেন।
পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, নেতৃত্বের বাইরে থেকে তাঁর বড় ভাই আলাউদ্দিন চৌধুরী নাসিম এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করে গেছেন। দীর্ঘদিন পর আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে আওয়ামীলীগ নেতা নাসিম ভাইকে মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আলাউদ্দিন নাসিম জানান তিনি ১৯৬১ সালে জন্মগ্রহন করেন। তিনি ১৯৭৭ সালে শুথুমা খাঁন বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৭৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ.এস.সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে যথাক্রমে ১৯৮৫ সালে এবং ১৯৮৭ সালে অনার্স ও এমএ পাশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যায়নকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর বিসিএস পরীক্ষায় পাশ করার পর ভোলা এবং চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন।
আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানিয়ে বলেন, ফেনীর উত্তারঞ্চলের আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। পাপ্পু আরো বলেন দীর্ঘদিন ধরে তাঁর বড় ভাই দলীয় নেতাকর্মী তথা সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর সচিবালয়ে দায়িত্ব পালন করেন। এসময় তিনি নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও তিনি সংসদে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার পিএস হিসেবে দায়িত্ব পালন করাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন।
জানা যায়, পারিবারিক ভাবেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাসিম পরিবার। চাকরি থেকে অবসরে গিয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নিজ নামে কলেজ, দাখিল মাদ্রাসা, একটি ডায়াবেটিস হাসপাতালসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় তার রয়েছে অগ্রণী ভূমিকা। তিনি ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এছাড়াও সালেহ উদ্দিন হোসনে আরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম বলেন, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম ফেনী-১ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্য শান্তি ও উন্নয়ন সমাবেশের ব্যানারে গত একমাস ধরে নির্বাচনী এলাকায় বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন। এছাড়াও তিনি পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ার প্রতিটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করে নির্বাচনী মাঠ অনেকটা গুছিয়ে রেখেছেন।
যাযাদি/এসএস